গোধূলি লগ্নে বিস্ময়ে বসে নদীর পাড়ে
রক্তিম মেঘে বলাকা সারি নজর কাড়ে।
নিমগ্ন চিত্তে তাকিয়ে থাকি আকাশ পানে
মৌন বাতাসে হারায় মন বিষণ্ন গানে।
ভাবনা গুলো বাতাসে উড়ে হারায় নীলে
আকাশ দেখি নুইয়ে পড়ে দূরের বিলে।
সূর্যের আলো লালচে রঙে রেখেছে ঘিরে
গোধূলি শেষে সাঁঝের বেলা নামলো ধীরে।
পাখিরা সব এমনও ক্ষণে বাসায় ফিরে
ব্যথায় ভরা আমার মন হতাশায় ঘিরে।
দিনের আলো বিলীন হয়ে আঁধার নামে
প্রকৃতির কোলে হৃদয় দুলে ক্ষণিক থামে।
সকল ক্লান্তি লুকিয়ে রেখে আগ্রহে থাকি
প্রদীপ শিখা জ্বালিয়ে দিয়ে সজীব রাখি।
তীব্র দহন ছন্দ তুলুক তরঙ্গ দিয়ে
নিগুঢ় চিন্তা একাকী চলে হতাশা নিয়ে।
অস্পর্শী নীলে ক্ষণে হারাই দৃষ্টির মায়া
কিছু প্রহর গুনে দেখেছি আবছা ছায়া।
অবাক হয়ে আঁচড় ফেলি বেদনা রঙে
যাতনা সব হারিয়ে গেল অচেনা ঢঙে।
রাতের ঘোরে স্বপ্নে বিভোর লাগলো ভালো
নতুন দিনে আঁধার ঘোচাবে সূর্যের আলো।
কবি:
ডা. গোলাম রহমান (ব্রাইট),
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
তারিখঃ ২০/০৭/২০২০ ইং
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]