বেঁচে থাকলে জাতির পিতার বয়স একশো বছর হতো
অবিসংবাদিত বরেণ্য নেতা অবদান রেখেছেন কত-শত!
পনের আগস্টে ঘাতকের নৃশংসতায় ঝরে গেল তাঁর প্রাণ
বাকি সদস্যরাও নারকীয় হামলা থেকে পায়নি পরিত্রাণ।
আগস্ট মাস হলো বাঙালির জন্য শোকের চাদরে ঢাকা
এজন্য দেখি এ মাসের ছবিগুলো বেদনার তুলিতে আঁকা।
মানুষরূপী হায়েনারা পরখ করে চলেছে তাজা রক্তের ঘ্রাণ
বঙ্গবন্ধু ছাড়াও কেঁড়ে নিয়েছে সেদিন ষোলোটি তাজা প্রাণ।
২০০৪ সালের একুশে আগস্ট আবারও নৃশংসতা চলে
গ্রেনেড ছুঁড়ে চব্বিশ জনকে মারে সংবাদ পত্র বলে।
অল্পের জন্যে মুজিব কন্যা বাঁচলেও আইভি রহমান বাঁচেনি
বিপদগামী মানুষের জন্য আজো জাতির কলঙ্ক ঘোচে নি।
বিশ্বাসঘাতকদের নীতি টাই এমন, নাইকো তাদের হায়া
বাঙালির হৃদয়াকাশে এ মাসে নামে তীব্র শোকের ছায়া।
বিনিময় হবেনা দেশপ্রেমিকের একফোঁটা রক্তের দাম
শোকাবহ আগস্ট ইতিহাসের এক কালো অধ্যায়ের নাম।
কবি:
ডা. গোলাম রহমান ব্রাইট
তারিখঃ ১৭/০৮/২০২০ ইং
®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]