নিজস্ব প্রতিনিধি: কবি, সাহিত্যিক সিরাজুল ইসলাম’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত কবি সিরাজুল ইসলাম স্মরণসভা কমিটির আয়োজনে এবং সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহযোগিতায় ২ আগস্ট শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মরণসভা কমিটির আহবায়ক ও উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিকার ও সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু ও কাজী তাহিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। কবি, সাহিত্যিক সিরাজুল ইসলামকে স্মরণ করে অনুভুতি ব্যক্ত করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম ফারুক,দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আক্তারুজ্জামান, কবি শহিদুর রহমান, কবি শুভ্র আহমেদ, ম্যানগ্রোভ সাহিত্যের সম্পাদক কবি স ম তুহিন, ছড়াকার আহমেদ সাব্বির, কবি ও সংগঠক পলটু বাসার, শহিদুজ্জামান খোকন, মো. ইউনুস আলি, কবি সিরাজুল পত্নী নেলি আফরিন, কবি আব্দুর রাজ্জাক মদিনাবাদী প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন কবি সিরাজুল ইসলাম একজন স্বচ্ছ, ভদ্র, প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি বেশ অনেকগুলি কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ রচনা করেছেন। এছাড়া প্রতিশ্রুতিশীল পত্রিকা সম্পাদনা করেছেন। কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম ২০২৪ সালের ১০ জুন ইন্তেকাল করেন। তাঁর স্মরণে ম্যানগ্রোভ প্রকাশনী আধুনিক মানের সুন্দর একটি স্বারকগ্রন্থ প্রকাশ করেছে যা খুবই নান্দনিক। ৩৬৮ পৃষ্টার এই রঙিন ছাপার বইটি শহিদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে পাওয়া যাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]