কমিউনিটি স্যোশাল ল্যাবের কোরটিম ও ভলেন্টিয়ারদের দক্ষতা উন্নয়নে শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের শিখন কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস খুলনা অঞ্চলের ইনচার্জ (দুর্যোগ ব্যবস্থাপনা) আলবিনো নাথ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রাক ইউডিপি’র কা-অর্ডিনেটর মো. ইউসুফ আলী, প্রাকটিক্যাল এ্যাকশন এর প্রজেক্ট অফিসার মো. জিয়াউর রহমান, কারিতাস সাতক্ষীরার ইউএমআইএমসিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার অফিসার রবিন গাইন, কারিতাসের আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো অর্ডিনেটর শ্যামলী রায়, এলিয়াস তরফদার।
এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন ও বন্যা সরকার, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক, মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলিটেটর সোহাগ ইম্মানুয়েল নাগ, ৭নং ওয়ার্ডের ভলেন্টিয়ার মোজাম্মেল হক, ফরিদা পারভীন, রহিমা বেগম, জেসমিন সুলতানা, সোহানা আক্তার, রহিমা খাতুন প্রমুখ।
উক্ত কর্মশালায় শিখন, প্রক্রিয়া, পদ্ধতি, চ্যালেঞ্জ ও পরামর্শ বিষয়ের উপর আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস খুলনা অঞ্চলের মোবাইল আউটরিচ প্রকল্পের ফিল্ড অফিসার প্রতাপ সেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]