বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে কয়রায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে বর্ণাঢ্য র্যালি কয়রা সদরে অবস্থিত জামায়াত অফিস থেকে বের হয়ে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে পুরাতন বাজারে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “হাঁটি হাঁটি পা করে মেধাবীদের সংগঠন বাংলাদেশের ছাত্রদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে ৯০ এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ এর বিপ্লব সহ বাংলাদেশের ছাত্রদের সমস্যা এবং সকল যৌক্তিক আন্দোলনে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রদের এই প্রিয় কাফেলা।”
এসময় তিনি সংগঠনটির মঙ্গল কামনা করে আরো বলেন, সামনের দিনে সংগঠনটির আরো সাফল্য কামনা করছি। মেধা ও সততায় সংগঠনটি গড়বে সবার বাংলাদেশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক, কয়রা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় স্থানীয় দায়িত্বশীল বৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]