খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
চলতি অর্থবছরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা মহারাজপুর ইউনিয়নের ১ হাজার ৬০ জন কার্ডধারী জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।
২৭ মে (শনিবার) সকাল ১০ টায় মহারজপুর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাইল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার আমিনুল হক, ট্যাগ অফিসার জনস্বাস্থ্য অফিসার ইসতিয়াক আহমেদ, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসূদুর রহমান, আবু সাঈদ মোল্লা, আব্দুল মান্নান গাজী, মাসুম বিল্লাহ মিন্টু,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]