করোনাকালীন বহুমূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাস
করোনা ভাইরাস মোকাবিলায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিটি জেলা-উপজেলাসহ গ্রামপর্যায়েও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
যশোর সেনানিবাসের লে. কর্নেল মো ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জুলাই মঙ্গলবার করোনা মোকাবেলায় বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে সেনাসদস্যদের জনসচেতনতামূলক সৃষ্টিমূলক কার্যক্রম চোখে পড়ে।
এদিকে করোনার প্রভাবে থমকে যাওয়া অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, খাদ্য সংকট মোকাবেলায় বীজ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয়সহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ের সকল কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে সেনাসদস্যরা।
অন্যদিকে আম্পান সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]