করোনাভাইরাস মহামারিকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিত পর্যায়ে চালু হয় ওমরাহ। এরপর গত দুই মাসে ১০ লাখের বেশি নারী ওমরাহ পালন করেছেন।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগ এ তথ্য জানিয়েছে।
নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, গত ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরাহ চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী ওমরাহ পালন করেন।
এরপর ১৮ অক্টোবর থেকে শুরু হয় দ্বিতীয় ধাপ। শেষ হয় ৩১ অক্টোবর। আর ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন ওমরাহ পালন করেছেন। এ ছাড়া এই সময়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে ইবাদতের জন্য আসেন ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]