করোনা ছড়িয়ে পড়েছে গ্রামে। তাই করোনার চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে মফস্বল শহরে। না হলে মৃত্যু হার বেড়ে যাবে। গতকাল শার্শা উপজেলার ৫৫ জনকে পরিক্ষা করার পর ১৯ জনের শরীরে করোনা পজেটিভ এর সন্ধান মিলেছে।
এদিকে, করোনা উপসর্গের মতো নানান রোগের চিকিৎসায় মফস্বলের ক্লিনিক গুলিতে ভীড় বেড়েছে রোগীদের। মফস্বল ক্লিনিক গুলিতে ভালো মানের চিকিৎসক ও করোনা চিকিৎসা সম্পর্কে ধারনা না থাকায় অনেক রোগী অকালে প্রান হারাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে ১৩ জন রোগী অজ্ঞতার কারনে প্রান হারিয়েছেন বলে অভিযোগ। ক্লিনিক গুলিতে এখন সিজেনিয়াল রোগী বেশী। তাই চিকিৎসা দিতেও অভিজ্ঞতার প্রয়োজন। সর্দী, কাশি, জ্বর মাথা ব্যাথা নিয়ে রোগীরা হাজির হচ্ছেন ক্লিনিকে। অন্যান্য উপস্বর্গ তো আছেই।
এ সংক্রান্ত বিষয়ে কথা হয় বাগআঁচড়া জোহরা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. হাবিবুর রহমান হাবিবের সাথে।
তিনি জানান, তার ক্লিনিকে রোগী আসলে তাদের করোনা টেষ্ট দেয়া হয় প্রথমে। পরবর্তীতে রিপোর্ট এর উপর ভিত্তি করেই তাদের চিকিৎসা দেয়া হয়।
তিনি জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এখানে বিচক্ষনতার সাথে খুব যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখছেন।
উল্লেখ্য রবিবার খুলনা বিভাগে সর্বোচ্চ একদিনে ৪৬ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১,৩০৪ জন। করোনায় শুধু মাত্র যশোরে মারা গেছেন ১৭ জন।
এই আলোকে তার সাথে কথা বললে, তিনি জানালেন তার হাসপাতালে তিনি করোনা পজেটিভ রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করবেন। অক্সিজেনের ব্যবস্থা করা হলে করোনা চিকিৎসা করার অনুমতি মিলবে এখানে। দ্রুত অক্সিজেন আনা হবে বলে তিনি জানান।
এর ফলে বাগআঁচড়ায় এসে গ্রামাঞ্চলের করোনা আক্রান্ত রোগীরা এসে চিকিৎসা নিতে পারবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]