শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাকালে লিবিয়া ফেরত অসহায় প্রবাসীরা দেখছে পরিবারের মুখ

চলছে করোনাকাল, গোটা বিশ্ব পরিবেশ স্থবির, স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন ও চলাচল।বিশ্বের অন্যান্য দেশ চলাচল ও যাতায়াত ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক হলেও-তুষের আগুনের মত জ্বলা-কখনও আশার আলো কখনও নিরাশার সাগরে ভেসে নানা সংকটের, আফ্রিকার যুদ্ধবিধস্ত অশান্ত দেশ লিবিয়ার পরিবেশ ও অসহায় প্রবাসীদের জীবন মান স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হয়নি সরকারি ভাবে যাতায়াত ব্যবস্থায় লিবিয়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফেরার সু-মাধ্যম(বিমান চলাচল)।
জানা গেছে, অসহায়দের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে দীর্ঘ দিনের ন্যায় লিবিয়ায় সেই নানা সংকট ও আটকে থাকা প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(IOM) ও পূর্বাঞ্চলীয় বেনগাজী শহরে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি এবং রাজধানী ত্রিপলী অবস্থিত বাংলাদেশ দূতাবাস।যার ধারাবাহিকতায় সম্প্রতিকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর বিশেষ সহযোগিতা ও দূতাবাসের লেবার কনসুলার মোহাম্মদ আসরাফ হোসেন এবং পূর্বাঞ্চল বেনগাজীর মাঠ পর্যায়ে সকল কার্যক্রমের সহযোগিতাদানে (প্রতিনিধি) স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা ও উপদেষ্টা মোহাম্মদ জাহের আলম,মোহাম্মদ ইন্জিঃ শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সহযোদ্ধা সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সেপ্টেম্বরের ৮, ২০২০ ইং তারিখে প্রথম চাটার্ড ফ্লাইটে আগ্রহী ১৫৩ অসহায় প্রবাসী বাংলাদেশীরা দেশ ও পরিবারের মুখ দেখতে পেয়েছেন এবং সড়ক দুর্ঘটনায় নিহত একজন প্রবাসীর মৃত দেহ মোট ১৫ ৪জন দেশে পাঠাতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, চলমান ওই কার্যক্রমের অংশ হিসেবে ফিরতি আগ্রহী প্রবাসীদের কাছ থেকে পাসপোর্ট জমাসহ মেডিক্যাল ও অন্যান্য সকল কাজ অব্যাহত রয়েছে।

এবং এবারের ১৬০ জনের ফ্লাইট প্রস্তুতিতে গত কয়েক দিনের সাথে সেপ্টেম্বর ১৮,২০২০ ইং তারিখ অব্দি দ্বিতীয় চাটার্ড ফ্লাইটে দেশে পাঠাতে বেনগাজীস্থ (IOM) এর অস্থায়ী ক্যাম্পে ১২৭ জন প্রবাসীদের সাক্ষাতকারসহ মেডিক্যাল সম্পন্ন হয়েছে এবং বাকিদের আগামী রবিবার ২১-৯- ২০২০ ইং তারিখ সম্পন্ন হলে খুব দ্রুত দেশ ও প্রিয়জনের মাঝে ফিরে যেতে পারবে আগ্রহী ওইসকল প্রবাসীরা।

এ নিয়ে গণমাধ্যমকর্মীকে,বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা ও উপদেষ্টা মোহাম্মদ জাহের আলম আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বরাত দিয়ে বলেন, প্রবাসে বিভিন্ন ভাবে অসহায় বিপদগ্রস্থ এবং আটকে পড়া প্রবাসীদের পাশে থাকা ও দেশে ফিরিয়ে দেয়াই সংস্থাটির কাজ।এছাড়া,মাঠ পর্যায়ে সিনিয়র (পুরাতন প্রবাসী) সচেতন প্রতিনিধিত্বে,স্বেচ্ছাসেবী হিসেবে অসুস্থ,অসহায় প্রবাসীদের বিভিন্ন সেবায় নিয়োজিত থাকা বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি এবং সদস্যদের মুল লক্ষ্য।
তাছাড়া তিনি আরও জানান, ইতিপূর্বে কিছু অসাধু দালাল চক্র ফিরতি প্রবাসীদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে ভোগান্তি দিত আর এসব নিরসন ও দালালদের অসৎ উদ্দেশ্য প্রতিহত করতে সরাসরি মাঠ পর্যায়ে অসহায় প্রবাসীদের সেবামূলক এ কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) কে আন্তরিকভাবে ও নিরলস পরিশ্রমের সাথে সহযোগিতা করে চলেছি সহযোদ্ধা ইন্জিঃ শাহাদাত হোসেনসহ আমরা সোসাইটির সদস্যগন।
এবং দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের দিকে প্রথম চাটার্ড ফ্লাইটে ফিরতি প্রবাসীদের দেশে পাঠাতে পেরে স্বেচ্ছাসেবী হিসেবে আনন্দ ও গর্ববোধ করছেন তিনিসহ বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যবৃন্দ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সংশ্লিষ্টগন। এছাড়া,এ কার্যক্রম আগামীতেও চলমান থাকবে জানিয়ে,ওই সকল প্রবাসীদের সেবাই আমাদের লক্ষ্য বলে ব্যক্ত করে,কয়েক দিন (চলতি সপ্তাহের) মধ্যেই আরও একটি (দ্বিতীয়) চাটার্ড ফ্লাইট ফিরতি প্রবাসীদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হবে বলে জানান তিনি।
এদিকে, লিবিয়ায় করোনা সংকট বৃদ্ধিতে সকল প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা উল্লেখ করে,বেনগাজী মেডিক্যাল সেন্টারে গত রবিবার (১৩,০৯,২০ইং) বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশী প্রথম করোনা রোগী (আরেক স্বেচ্ছাসেবী সংগঠন,বাংলাদেশ কমিউনিটি ইন বেনগাজি লিবিয়া)’র সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া হেলাল ইন্তেকাল করেন বলেও ভারাক্রান্ত মনে জানান তিনি।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, মরহুম এর বয়স হয়েছিল ৬৩ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা,আত্মীয় ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন)।
এছাড়া, সুত্র বলছে, সিরত শহরে আরও এক বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছেন।এদিকে, বেনগাজী শহরের সিনিয়র (পুরাতন) ওই স্বেচ্ছাসেবী প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন,মোহাম্মদ জাহের আলম ও তাঁর সহযোদ্ধা ইন্জিঃ শাহাদাত হোসেনসহ বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সাহাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, মোহাম্মদ করিম মিয়া, স্কান্দার অলিসহ সকল সদস্য ও বাংলাদেশ কমিউনিটি ইন বেনগাজীর অন্যান্য সদস্যসহ নিকটতম ব্যক্তি এবং মৃতের পরিচিত বিভিন্ন মহল।

একই রকম সংবাদ সমূহ

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০বিস্তারিত পড়ুন

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতেরবিস্তারিত পড়ুন

সাধারণ কর্মী নিয়োগে প্রথমবার বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিকবিস্তারিত পড়ুন

  • চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জাপানের তিন গবেষক
  • গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে রাস্তায় ইসরায়েলিদের ঢল
  • পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
  • পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
  • এনআরবি কানেক্ট ডে’তে তারেক রহমানের বার্তা স্থান না পাওয়ায় প্রবাসীদের হতাশা
  • ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন
  • জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, চলমান থাকবে সংস্কারও
  • বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
  • নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, অন্তত ১০০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা
  • ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি প্রকাশ
  • আগামি নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
  • রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বললেন ট্রাম্প, পাল্টা জবাব মস্কোর