মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে কেবল লাতিন আমেরিকার দেশগুলোতেই ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ব্রাজিলই ৯৩ হাজার পাঁচশ’র বেশি মৃত্যু দেখেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
মেক্সিকোতে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৪৭২ জনের; পেরুতে এ সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। চিলিতেও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ ওই অঞ্চলের মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর এ দুটি দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উভয় দেশকেই সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, অর্থনীতি পুনরায় চালু করতে বিধিনিষেধ যতটুকু সম্ভব শিথিলেরও চেষ্টা করছে তারা।
ব্রাজিলে কয়েকদিন আগেও ভাইরাস ২৪ ঘণ্টার ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। দেশটিতে শনিবার পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যাও ২৭ লাখ ছাড়িয়ে গেছে।
আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ৬ নম্বরে থাকা মেক্সিকোকে শনাক্ত রোগীর পরিমাণ ৪ লাখ ৩৪ হাজার।
শনিবার দক্ষিণ আফ্রিকাতেও সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে রোগী অনুপাতে মৃত্যু অবশ্য অনেক কম। এখন পর্যন্ত আফ্রিকার এ দেশটিতে কোভিড-১৯ এ মাত্র ৮ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে।
আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৩৭ হাজার ৩০০।
সুত্র বিডিনিউজ টুয়েন্টিফোর
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]