জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার মধ্যরাতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর,কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালিগঞ্জের বাজারগ্রামের চাঁদসী ডাক্তার রামপদ সরকারের স্ত্রী গৃহবধু সবিতা সরকার (৪৮)। রাত সাড়ে এগারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তত্বাবধায়ক।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]