ভারতে এই মুহূর্তে করোনার টিকা দেওয়ার জন্য জোর তৎপরতা চলছে। বিনামূল্যে সবাইকে করোনার টিকা দেওয়ার ঘোষণা করেছে ভারত সরকার। এরই মধ্যে খারাপ খবর এল নরওয়ে থেকে। করােনা ভ্যাকসিন নেওয়ার পরে নরওয়ের দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবর এসেছে। এই ঘটনায় আশঙ্কিত বিজ্ঞানী ও চিকিৎসকদের একাংশ। অভিযােগ উঠছে, ফাইজারের ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পরেই তাঁদের মৃত্যু হয়। পর্তুগালেও ভ্যাকসিন নেওয়ার দুদিন পরে এক চিকিৎসকের মৃত্যু হয়।
নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির প্রধান স্টেইনার ম্যাডসেন জানিয়েছেন, “ভ্যাকসিনের কারণে মৃত্যু হয়েছে নাকি ব্যাপারটা কাকতালীয়, খতিয়ে দেখা দরকার। বহু বয়স্ক মানুষ ভ্যাকসিনের প্রথম ডােজ নিয়েছেন। যেহেতু, তাদের ক্ষেত্রে তেমন কোনও ঘটনা ঘটেনি তাই এই মৃত্যু কাকতালীয়ই।” ওই সংস্থার সঙ্গে নরওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেল্থ যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]