‘নো মাস্ক, নো সার্ভিস’- এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জনসচেতনতামূলক কর্মসূচিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ.সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা যুবলীগের সহসভাপতি আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মো. কামরুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, এই আয়োজনে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে উপজেলাসহ সকল ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]