করোনায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার পারুলিয়ায় স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক পরিবারের মাঝে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার পক্ষ থেকে জাগো ফাউন্ডেশনের উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, আটা, তেল, লবণ ও শাবান।
শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় দেবহাটা উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিবিডি’র ভলেন্টিয়াররা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জাগো ফাউন্ডেশনের উপহার খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি সুব্রত হালদার, সহ-সভাপতি আফসানা মিমি, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, পাবলিক রিলেশন অফিসার সাইমুন সাকিব, হিউম্যান রিসোর্স অফিসার আসিফ হাসান ফাহিম, প্রোজেক্ট অফিসার রাসিফুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ হাবিব, কমিটি মেম্বার ইব্রাহিম খলিল, সিমান্ত বিশ্বাস, তানভীর আনজুম খান, আজমিরা খাতুন, সাহারিয়ার ইসলাম, মাহবুবুর রহমান তূর্য, সাহারিয়া সুলতানা ইভা, আসিফ হাসান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]