করোনা মোকাবেলায় যশোর সেনানিবাসের জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষের জন্য গভীর আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক দিক নির্দেশনায় প্রতিনিয়ত করোনা হতে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা গণপরিবহনে চলাচল করছে কিনা তা তদারকি এবং নিয়মিত সচেতনতামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ, খাদ্য সংকট মোকাবেলায় বীজ বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান ও মাস্ক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানামুখী জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অন্যদিকে, আম্পান মোকাবেলায় উপকূলবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণসহ বিশুদ্ধ পানি সরবরাহ, জরুরী চিকিৎসা সেবা ও খাদ্য সহয়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]