তালায় করোনায় আক্রান্ত হয়ে মর্জিনা খাতুন (৫৮) নামে এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শ্রদ্ধা, শোক ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।
মর্জিনা খাতুন তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই মর্জিনা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিছুদিন কোয়ারান্টাইনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]