তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হোসাইন শাফায়েত।
প্রয়াত নার্স মর্জিনা খাতুন ১৯৮৬ সালে সরকারি চাকুরীতে নার্স হিসাবে যোগদান করেন। তিনি সম্প্রতি নার্সিং সুপারভাইজার হিসাবে পদোন্নতিপ্রাপ্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি তালা উপজেলার বরুইহাটি গ্রামের ইউসূফ আলীর স্ত্রী।
এক শোকবার্তায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হোসাইন শাফায়েত বলেন, 'করোনা যোদ্ধা নিবেদিতপ্রাণ এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।'
তিনি আরো বলেন, 'অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবপদায়নকৃত নার্সিং সুপারভাইজার মর্জিনা খাতুন করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। জেলা স্বাস্থ্যবিভাগ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]