এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের আরেক নার্সিং ইনসট্রাক্টরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় নার্সিং ইনসট্রাক্টর আমিনা খাতুন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজীউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ তাজমিন আরা হেনা।
এ নিয়ে করোনায় আক্রান্ত নার্সের সংখ্যা গিয়ে দাড়ালো ১৫ জন। গত ৩ নভেম্বর একই ইনস্টিটিউটের নার্সিং ইনসট্রাক্টর রহিমা খাতুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
আজ ১২ নভেম্বর মধ্যরাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস। এক শোকবার্তায় সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান গভীর শোক প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]