সারাদেশে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে করোনা ভাইরাসে মৃত্যু। ২৫৮ জনের মৃত্যু সর্বোচ্চ রেকর্ড একদিনে। যেটি বাংলাদেশের মত স্বল্পউন্নত দেশের জন্য সুখকর বার্তা নয়। জোরদার করা হয়েছে টিকার কার্যক্রম, তৎপরভাবে কাজ করছে প্রশাসন।
তবে সচেতনতাই ভুলতে বসেছে গ্রামের মানুষেরা ও হাট-বাজারগুলো। মাস্ক আছে পকেটে থুতনিতে। প্রশাসনের উপস্থিতিতে সচেতনতার কমতি থাকছেনা তাদের। সুযোগের সৎ ব্যবহার করছে ব্যবসায়ীরা, মানছে না বিধিনিষেধ। ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকছে সন্ধ্যার পরও।
এমনি চিত্র কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বাজারগুলোতে।
ধানদিয়া চৌরাস্তা বাজার, জয়নগর বাজারে কোন বিধিনিষেধ নেই বললেই চলে। সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা লক্ষ করা গেছে।
ঈদের পর কঠোর লকডাউন কার্যকর করার পরে প্রশাসনের অগোচরে হর হামেসায় চলছে ব্যবসা-বাণিজ্য। চায়ের দোকান, মুদি দোকান, কসমেটিক্সের দোকান সহ নানা নিত্য প্রয়োজন, অপ্রয়োজনের দোকান সর্বক্ষণ খুলছেন দোকান মালিকেরা। প্রয়োজন অপ্রয়োজনে মানুষ হাটে বাজারে ঘোরাঘুরি করছে। মাস্ক থাকছে পকেটে, থুতনিতে। এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে অস্বাভাবিকভাবে। প্রতিদিন মৃত্যুর রেকর্ড ছাড়িয়েই চলেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]