করোনায় বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ২১ লাখ। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৪০৪ জনে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫৩৬ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৪ লাখ ৬৭ হাজার ১৫৩ জন। শুক্রবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ২০ হাজার ২৮৫ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৫১ লাখ ৯৯১ জন।
তালিকায় এর পরের অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৬ লাখ ২৬ হাজার ২০০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৭ জন আর সুস্থ হয়েছেনে এক কোটি ২ লাখ ৮২ হাজার ৮৮৯ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৮৬ লাখ ৯৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১৪ হাজার ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮০ হাজার ৭৪১ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]