করোনার কাছে হেরে গেলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব খাইবার হোসেন (৭৫)।
রবিবার বেলা ১১টার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরার সি.বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত প্রায় ৪দিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা ও ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি দীর্ঘদিন কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন আছর বাদ বাড়ির পাশের আম বাগান চত্বরে জানাজা নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন প্রমুখ।
দলীয় নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লি এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, খাইবার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ নেতৃবৃন্দ।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]