করোনাভাইরাস মহামারীর সবচেয়ে মন খারাপ করা দৃশ্যটি হল মৃত ব্যক্তির দাফন-কাফনের বিষয়টি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বা এর লক্ষণ নিয়ে যারা মারা যাচ্ছেন, তাদের শেষ বিদায় জানাতেও যেতে পারছেন না প্রিয়জনরা।
সংকটকালীন এ পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সার্বিক দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের মরদেহ দাফন/সৎকার টিমের সহযোগিতায় স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা সবার আগে এগিয়ে যাচ্ছে এবং মৃত ব্যক্তিদের চূড়ান্ত দাফন-কাফনের কাজ সম্পন্ন করছে।
হাসপাতাল থেকে মরদেহ নিয়ে, সরকারি নির্দেশাবলী অনুসরণ করে মৃতের গোসল, কাফন এবং জানাজাও পড়াচ্ছেন।
শনিবার (২৬জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শহরের কুকরালী বলফিল্ড নিবাসী মরহুম মাদার মোল্লার ছেলে আবুল কাশেম (৬৫) মৃত্যু বরণ করেন।
মরহুমের দাফন কাজ সম্পন্ন করেন এই টিমের সদস্যরা।
মরদেহ দাফন/সৎকার টিমের লির্ডার আবছার উদ্দীন বলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার করে যাচ্ছেন তারা।
পরবর্তীতেও এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]