সাতক্ষীরায় আবারো করোনা আক্রান্ত এক ব্যক্তি ও উপসর্গে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তি দেবহাটা উপজেলার ভাবশালার জাহাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বদরুজ্জামান (৪১), তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও করোনা উপসর্গে মৃত্যু হয়েছে কলারোয়ার মৃত বদিরউদ্দিন মোল্ল্যার পুত্র রহমত আলী (৫০)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুজ্জামান ও সোমবার বিকেলে রহমত আলী মারা যান।
সংশ্লিষ্ট নির্ভযোগ্য সূত্রে জানা গেছে, দেবহাটার বদরুজ্জামান দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১১ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ নিয়ে সাতক্ষীরায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
এদিকে, কলারোয়ার রহমত আলী গত ৬ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১০ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান।
ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে বা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]