নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) জানান, 'আমি শারিরীক ভাবে সুস্থ্য আছি। মানুষের সেবা করতে যেয়ে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি এতে আমি সন্তুষ্ট। আমি দীর্ঘ তিনমাস ড্রাইভার ও বডিগার্ড ছাড়া চলাচল করেছি, এখনো করছি। আমি সরকারি বাসাতে আছি। নিজে সচেতন আছি, আপনারাও সচেতন থাকবেন। আমি আবারো বলছি সবাই নিজে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন পরিবারকে নিরাপদে রাখুন।'
নড়াইল তথা দেশের জন্য আমার যা যা করা দরকার আমি তাই করে যাব বলেও তিনি জানান।
এদিকে, তার সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]