করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে এক মহিলার মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে (শনিবার দিবাগত রাতে) তিনি মারা যান।
মৃত ব্যক্তি হলেন খুলনার পাইকগাছা থানার রামনগর এলাকার মৃত করিম সরদারের স্ত্রী সোকজান বেগম (৬৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোকজান বেগম গত ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (অর্থাৎ রবিবার, ২৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইতোমধ্যে উক্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলে জানা যায়।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]