করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে এক রোগীর মৃত্যু হয়েছে।
মৃত্যু হওয়া শফি আহমেদ (৬০) সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গা গ্রামের মৃত রইচউদ্দিনের পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শফি আহমেদ (৬০) গত ১৩ ডিসেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৪ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০ জনে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]