করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপসর্গে মারা যাওয়া নারীরা হলেন, সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭), বাটকেখালি এলাকার মোজাহার হোসেনের স্ত্রী রিজিয়া খাতুন (৬২) ও কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন (৭০)।
তত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, রিনা খাতুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৯ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি আজ দুপুরে মারা গেছেন। জায়েদা খাতুন একই তারিখে ভর্তি হয়েছিলেন। তিনি আজ সকালে মারা যান। আর রিজিয়া খাতুন ভর্তি হয়েছিলেন গত ১৫ তারিখে। তিনিও সকালে মারা গেছেন।
তত্বাবধায়ক আরো জানান, নিহত তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]