করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ৪৫ মিনিট মারা গেলেন প্রতাপ রায় (৫২) নামের এক বাইসাইকেল মিস্ত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় তিনি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।
প্রতাপ রায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের গৌর পদ রায়ের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, আজ সকাল ৮টার সময় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বাইসাইকেল মিস্ত্রী প্রতাপ রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯ টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এনিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫৩ জন মারা গেলেন।
আর করোনা আক্রান্তে মারা গেছেন ২১ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]