করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের নানামূখী কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনাকালীন সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা মোকাবেলায় শুরু থেকেই অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ দূরত্ব মেনে চলতে মানুষকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
এছাড়া ত্রাণ সহায়তা প্রদানে মাঠপর্যায়ে কাজ করছেন সেনাসদস্যরা। এজন্য তাদেরকে পাড়ি দিতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের দুর্গম এলাকাও। তাছাড়া গণপরিবহন মনিটারিং, ঈদকে সামনে রেখে জনসমাগম এড়াতে কোরবানির পশুর হাঁটে নজরদারি বৃদ্ধি, করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে বীজ বিতরণসহ নানামূখী জনসেবা সৃষ্টিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
অন্যদিকে, আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী এবং খুলনার রতনা পয়েন্টে বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরনসহ অন্যান্য জনকল্যাণমূক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ছবিতে..
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]