সাতক্ষীরার কলারোয়া সীমান্তে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অর্ধশতাধিক দুস্থ্য হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার (৯ আগস্ট) উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সামনের সড়কে অর্ধশতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবন প্রদান করা হয়।
খাদ্য সামগ্রি বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।
সেসময় উপস্থিত ছিলেন কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, তলুইগাছা সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার হারুন অর রশীদসহ বিজিবি সদস্যরা।
লে. কর্নেল আল মাহমুদ জানান, ‘ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র অসহায় সীমান্তবাসীর মাঝে এ ধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক
কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]