সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো নাসাল ক্যানুলা প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসনের বেসরকারি ত্রাণ তহবিলে গচ্ছিত ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ক্রয়কৃত হাই ফ্লো নাসাল ক্যানুলাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান হাই ফ্লো নাসাল ক্যানুলাটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হেলথ এডুকেটর মুরাদ হোসেনের কাছে হস্তান্তর করেন।
হাই ফ্লো নাসাল ক্যানুলাটি শ্বাসকষ্টে ভোগা রোগীদের করোনা চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]