করোনায় বিধ্বস্ত ভারতে জনগণকে টিকা নিতে আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছে দেশটির সরকার। তারপরও কিছু কিছু জায়গায় মানুষকে কোনোভাবেই টিকা নিতে রাজি করানো যাচ্ছে না। এরমধ্যেই উত্তরপ্রদেশে ঘটে গেল বিরল এক ঘটনা!
সোমবার (২৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামনগর মহকুমার সিসৌরা গ্রামে টিকা দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধরাধরি খেলতে হলো স্বাস্থ্যকর্মীদের। করোনার টিকা নয়, বিষ দেওয়া হবে তাদের, এই আশঙ্কায় নদীতে ঝাঁপ দিলেন একাংশ গ্রামবাসী।
সিসৌরা গ্রামে শনিবার (২২ মে) টিকার হাত থেকে বাঁচতে দলে দলে সরযূ নদীতে ঝাঁপ দিলেন প্রায় ২০০ মানুষ। তবে অনেক কষ্টে ১৪ জনকে টিকা দিতে পারলেন স্বাস্থকর্মীরা।
জানা গেছে, করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। টিকাকরণের নামে আসলে শরীরে বিষপ্রয়োগ করা হচ্ছে বলে রটে গেছে। তাতেই ভয় পেয়ে গেছেন সবাই। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]