মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গণপরিবহনসহ কয়েকজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর সদরের একাধিক ফার্মেসিসহ বিভিন্ন বিপনন-বিপনীতে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন অংকে মোট ১২ জনকে ৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরসহ পুলিশ কর্মকর্তা ও ইউএনও অফিসের উচ্চমান সহকারি মাহাবুবর রহমান।
মহামারি করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, নিজেকে নিরাপদ রাখুন ও অপরকে নিরাপদ থাকতে সচেতন করুন। সাতক্ষীরার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আরও কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]