কলারোয়া পৌরসভা ও প্রাকটিকাল অ্যাকশনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড ওয়াশিং ডিভাইজ প্রদান ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, পৌর সচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, বিদ্যুৎ উপ- সহকারী প্রকৌশলী এস এম সোহরাওয়ার্দী হোসেন, কর্মকর্তা ইমরুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাকটিক্যাল অ্যাকশানের কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা।
সভা শেষে পৌরসভার গুরুত্বপূর্ন ৭টি স্থানে জনস্বার্থে হ্যান্ড ওয়াশিং ডিভাইজ প্রদান করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]