কলারোয়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইননোনেশনস ফর প্রোভার্টি একশন (আইপিএ)’র উদ্যোগে করোনা ভাইরাস প্রার্দুভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) সকালে লাঙ্গলঝাড়া গ্রামে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন সুপারভাইজার মনিরুল ইসলাম, সুপারভাইজার কাজী আতিকুর রহমান, সার্ভিলেন্স অফিসার ইসলামুল হক সবুজ, সার্ভিলেন্স অফিসার এস কে আরশাদুল, হারুনুজ্জামান হারুন, রাসেল, রায়হান, মারুফ, মোবিন, নার্গিস খানম, নিলুফা, কামরুন নাহার সহ আইপিএ’র কর্মীবৃন্দ।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইননোনেশনস ফর প্রোভার্টি একশন (আইপিএ)’র কার্যক্রমে তৃণমূল পর্যায়ে জনগণকে মাস্ক এর সঠিক ব্যবহার, করোনার লক্ষণ পর্যালোচনা, মসজিদসহ বিভিন্ন এলাকায় জনগনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটির কার্যক্রম পরিচালনা করছে বলে জানা যায়।
উল্লেখ্য,সংস্থাটি সাতক্ষীরা জেলার কলারোয়াসহ ৪টি উপজেলায় একযোগে কাজ করছে বলে সংস্থাটি জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]