''সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে''।
এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে মহামারী করোনা মোকাবেলায় দেশ জুড়ে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও কৃষি সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় আজ ২৪ জুলাই শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দায়িত্বপূর্ণ এলাকাতে করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সংকট এড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। করোনাকালীন সময়ে প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ত্রান বিতরণ, গণপরিবহন মনিটারিং, ঈদকে সামনে রেখে মার্কেট-শপিং মল এবং কোরবানির পশুর হাটে জনসমাগম এড়াতে নজরদারি বৃদ্ধিসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত সকল প্রকার জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার হাজরাখালী এবং খুলনার রতনা পয়েন্টে বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরনসহ অন্যান্য জনকল্যাণমূক কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]