করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম বাবু।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
মাস্ক বিতরণ করা হয়।
দেশে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সুলতানপুর বড় বাজারে করোনার সংক্রমণ রোধে পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতনতার জন্য ২ হাজার ৫০০ মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান, কাচা বাজার সমিতির জয়েন্ট সেক্রেটারী মো. রজব আলী, বিনা ভান্ডারের বাবু, ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, মোন্তেজ প্রমুখ।
করোনা ভাইরাস এর ২য় ধাপ প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। সেকারণে পথচারী, ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে এমপি রবির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণকে পথচারী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।
এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]