চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা সৈকতের কাছে ইস্পাত বোঝাই এম ভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
আজ বৃহস্পতিবার বন্দরের বহিনোঙরে থাকা একটি মাদার ভ্যাসেল থেকে ইস্পাত নিয়ে জাহাজটি কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার পথে ডুবে যায়।
জাহাজে থাকা ১৩ কর্মী সাঁতরে পার্শ্ববর্তী অন্য একটি লাইটার জাহাজে উঠে রক্ষা পেয়েছেন।
জাহাজ ডুবির সত্যতা নিশ্চিত করে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম জানান, জাহাজটি ইস্পাত নিয়ে বাংলা বাজার ঘাটে যাওয়ার পথে পতেঙ্গা সৈকতের কাছাকাছি এলাকায় ডুবে গেছে। কি কারণে এটি ডুবে গেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বন্দর সূত্রে জানা গেছে লাইটার জাহাজ ডুবির কারণে বন্দরে জাহাজের আগমন নির্গমনে কোন বিঘ্ন ঘটছে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]