সাতক্ষীরায় করোনা মহামারীতে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া খুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে করোনা মহামারীতে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া খুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।
ফুসকা ব্যবসায়ী, জেলা বধির সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আল ফেরদাউস আলফা, মো. মতিয়ার রহমান গাজী, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল হাকিম, মাহফুজা সুলতানা রুবি, মো. নুরুজ্জামান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]