কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন মাঠে দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ইরি ধানের জমিতে চাষীর কষ্টের ফসল মাঠ জুড়ে ধানের শীষ দোল খাচ্ছে। কিছু জমিতে সম্পূর্ণ শিষ, কিছু জমিতে আবার আংশিক ধানের শীষ বাহির হতে দেখা যাচ্ছে।
কেঁড়াগাছির কৃষক তোতা মিয়া, রূপচাদ বিশ্বাস, কাকডাঙ্গার ওবায়দুল্লাহ, মোশারফ, বাকসার হাবিবুর জানান, এবার ধানের ভালো ফলন হওয়ার সম্ভবনা দেখছি, এবার ধান যদি ভালো ভাবে ঘরে উঠাতে পারি, তাহলে বিঘা প্রতি ২৮/৩০ মন ধান পাবো আশা করছি, এবং ধানের যদি ন্যায্য মূল্য পাই তাহলে লাভবান হতে পারবো।
বিশ্ব ব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে যে ভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে হতাশার মধ্যে রয়েছেন স্হানীয় কৃষকেরা।
কৃষি পন্যের ন্যায্য মূল্য ও কৃষকদের মুখে যেন হাসি থাকে, সে জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]