কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজে প্রফেসর মুসা আনসারী স্মৃতি পাঠাগারের সৌজন্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর (রবিবার) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুস্তম আলী।
কলেজ গভর্নিং বডির সদস্য, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ডালিম হোসেন, বিশেষ অতিথি ছিলেন- কলেজ গভর্নিং বডির সদস্য এ্যাড. কামাল রেজা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির ছাত্র নাফিজ জোহায়ের।
অনুষ্ঠানে প্রয়াত মুসা আনসারীর পরিবারের ৪ সদস্যকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধিত ব্যক্তিরা হলেন- ইঞ্জিনিয়ার আবুল কালাম আনসারী, ইঞ্জিনিয়ার বিকাশ সৌদ জর্জ, ডা. নন্দিতা আনসারী, মো. বজলু আনসারী।
অতিথিবৃন্দ অনুষ্ঠান শুরুর আগে মুসা আনসারী স্মৃতি সৌজন্যে কলেজে স্থাপিত পাঠাগারটি ঘুরে দেখেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- ইংরেজী বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ূন কবীর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]