ঈদের আগমুহুর্তে দেশব্যাপী লকডাউন শিথিল করেছে সরকার এরই মাঝে কলারোয়ায় চলতি সপ্তাহের প্রথম দিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৬ জনের নমুনা পরীক্ষায় ৩জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ তথ্য সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন- পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের সুরাইয়া পারভিন (২৮), তুলশীডাঙ্গার উম্মে সালমা (২৫) ও উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আফসার আলীর পুত্র আজিজুল হক (৫৩)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]