"শিক্ষকতা পেশা - মিলিত প্রচেষ্টার দীপ্তি" - এই শ্লোগানে বিশ্ব শিক্ষক দিবসে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। তারপর উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহমাদ আলী, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস,এম শহিদুল আলম, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা।
উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সুপার মোঃ মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ, মাওলানা তৌহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আরিফুজ্জামান কাকন। আলোচনা সভায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, বিশ্বের মহান ও সন্মানজনক পেশা শিক্ষকতা,আপনাদের দাবীর প্রতি একত্নতা জানিয়ে সরকার সন্মানজনক বেতন বৃদ্ধির চেষ্টা করছে। প্রয়োজনের তাগিদে অনেক স্থানে কিছু শিক্ষানুরাগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জানতে চান, প্রতিষ্ঠান গড়ার সময় কোন পরিকল্পনা করা হয়েছে কি?
চলতি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বৃন্দ, প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক বৃন্দ কে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]