নিজস্ব প্রতিনিধি: ১৪ জানুয়ারী ২০২৫ ইং উইএসএআইডি এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) সাতক্ষীরার কলরোয়া উপজেলার সোনাবাড়িয়াতে মানব পাচার সচেতনতা মাস উদযাপন উপলক্ষ্যে গণ-সচেতনতা বৃদ্ধির জন্য সোনাবাড়িয়া ডিগ্রী কলেজে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষদের নিয়ে কমিউনিটি মিটিং এর আয়োজন করেন।
উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন জনাব মোঃ আশফাকুর রহমান (বিপু) অধ্যক্ষ, সোনাবাড়িয়া ডিগ্রী কলেজ, সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা। মিটিং এ মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, জেলা সমন্বয়কারী, আরডিএফ-এফএসটিআইপি প্রকল্প, সাতক্ষীরা।
আরো উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সাত্তার, পিয়ার লিডার, আরডিএফ-এফএসটিআইপি প্রকল্প, সোনাবাড়িয়া, কলারোয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক, ছাত্র/ছাত্রী এবং বিভিন্ন কমিউনিটি থেকে আগত নানা শ্রেণী পেশার নারী পুরুষ ও সাংবাদিক।
মিটিং এ সভাপতিসহ অন্যান্য বক্তারা বলেন, গোটা পৃথিবীতে বর্তমানে বিভিন্নভাবে মানুষ পাচারের শিকার হচ্ছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]