কলারোয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র প্রস্তুত রাখা ও ব্যবহার সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১০ মে) সকাল ১০ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেষন কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় অফিস, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল- কলেজ সহ বিভিন্ন ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র ( ফায়ার এক্সটিংগুইশার) ও অন্যান্য যন্ত্র ব্যবহারের নিয়ম সম্পর্কে অবহিত করা হয়।
সভা শেষে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস উপজেলা ফায়ার সার্ভিস স্টেষনকে 'ঘূর্ণিঝড় মোখা' সহ বিভিন্ন ধরনের দূর্যোগ মোকাবেলায় উপহার হিসাবে একটি করাত ( কাঠ কাটা যন্ত্র) প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]