জি.এম আবুল হোসাইন : কলারোয়া উপজেলায় স্কুল পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত এবং কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
রাইটস যশোর এর বাস্তবায়নে একপাট-লুক্সেমবার্গ সহযোগিতায় ইউএস স্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে সচেনতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয় মানব পাচার প্রতিরোধে সচেনতনতামূলক শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন উপলক্ষে বিশেষ কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে প্রথমে আলোচনা সভা, সংস্থা ও প্রকল্পের কার্যক্রমের উপস্থাপনা, ভিডিও শো এবং কুইজ প্রতিযোগিতা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র রাইটস যশোরের একটি প্রকল্পের পক্ষে পাচার প্রতিরোধ করা সম্ভব নয়। আমাদের সবারই সচেতন হতে হবে এবং মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে তাহলেই সমাজ থেকে পাচারের মত জঘন্য অপরাধ থেকে দূর হবে। আজকের এই অনুষ্ঠানে যে সকল ছাত্র ছাত্রীরা বিশেষ করে এই আলোচনা শুনছে তারা অন্নান্য ছাত্র ছাত্রীদের মাঝে, পরিবারের সদস্যদের মাঝে এবং বন্ধু মহলে এই কথা গুলো প্রচার করে দিতে হবে। সমাজের কোন কিশোরী নারী পুরুষরা বিশেষ করে অন লাইন প্লাট ফরমের মাধ্যমে পাচার না হয়, যৌন নির্যাতনের শিকার না হয়। বিশেষ করে নারী ও শিশু পাচার প্রতিরোধে বেশি বেশি জনসচেতনতা সৃষ্টির জন্য আমাদের সকলের জায়গা থেকে কাজ করতে হবে। পাশাপাশি প্রকল্পের লক্ষ্য অনুযায়ী মানব পাচার প্রতিরোধে ও উদ্ধার, প্রত্যাবাসনসহ ভিকটিমদের প্রয়োজনীয় সেবা এবং সামাজিক পুর্নবাসন বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় রাইটস যশোর এর প্রোগ্রাম সমন্বয়কারী মো. বাদশা মিয়া বলেন, বর্তমান সমাজে অনলাইন প্লাট ফরম যেমন-হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ব্যবহার করে মানব পাচারের ক্ষেত্রে একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে যা বর্তমানে যুব সমাজকে ধংসের মুখে নিয়ে যাচ্ছে।
মানব পাচারের শিকার প্রত্যাবাসন সারভাইভারদের স্বাস্থ্যসেবা, আইনী সহায়তা প্রদান এবং আর্থিক সক্ষমতার লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সমাজের মূল শ্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসাই হল প্রকল্পের মুল উদ্দেশ্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাইটস যশোর এর মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আসাদুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]