কলারোয়ায় ৫৪০ কেজি হিমসাগর ও ৬০ গৌবিন্দ ভোগ অপরিপক্ক আম জব্দ করেছে গ্রাম পুলিশরা সদস্যরা । পরে ও সকল ঐ অপরিপক্ক উপজেলা প্রশাসনের মাধ্যমে আমগুলোকে বিনষ্ট করা হয়। পরে অপরিপক্ক আম বাজারজাত চেষ্টা করার দায়ে আম ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতেজ জরিমানা করা হয়।
রবিবার ২৩শে মে সকালে উপজেলার ১২ নম্বর যুগেখালি ইউনিয়ন পরিষদ কামারালী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মিনি ট্রাকে ক্যারেট ভর্তি এসব আম জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় গ্রাম পুলিশ সদস্যরা।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস জানান, সরকারি হিসাব অনুযায়ী হিমসাগর ও গোবিন্দ ভোগ আম ভাঙ্গার সময় এখনো হয়নি, সেই কারণে অপরিপক্ক হিমসাগর আম ভাঙ্গা ও বাজারজাত চেষ্টা করার দায়ে এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন যুগিখালি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামসহ ইউপি সদস্যরা।
প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অনুযায়ী ১২ মে’র আগে হিমসাগর আম গৌবিন্দসহ স্থানীয় আম ভাঙা/পাড়া যাবে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]