কলারোয়ায় কাজিরহাটের কে, এইচ, কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলী (৭২) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় দীর্ঘ বছরের কর্মস্থল কাজীরহাট (কে,এইচ,কে) ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আ'লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা মরহুমের ভাগ্না সরদার মুজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ রইছদ্দীন, অধ্যক্ষ সহিদুল আলম,
ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা স,ম মোরশেদ আলী, মরহুমের ভাইপো এ্যাড. আশরাফুল আলম বাবু, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সু প্রসাদ চৌধুরী, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক কেএইচকে হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মরহুমের জামাতা মতিয়ার রহমান প্রমুখ। আলোচনাটি পরিচালনা করেন সাবেক বিআরডিবি চেয়ারম্যান সরদার মশিউর রহমান।
জানাযা নামাজটি পরিচালনা করেন মৌলভী লুৎফর রহমান। জানাযা নামাজে উপস্থিত ছিলেন মরহুমের অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী সহ শুভকাঙ্খী ও মুসুল্লিগণ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জানাযা স্থলে ও বাড়িতে ছুটে যান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নেছার আলী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক শাহারিয়ার কবির সুমনসহ অসংখ্য শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীগণ। জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের কৃতি সন্তান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার(২০ নভেম্বর) বেলা ২ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন( ইন্না....রাজেউন)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]