সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে পাখি শিকারের অপরাধে এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি এয়ারগান ও ১২১টি এয়ারগানের গুলি জব্দ করা হয়।
সোমবার বিকেলে উপজেলার ব্রজবাকসা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম মোবাইল কোড পরিচালনা করেন।
নির্বাহী অফিসের আব্দুল মান্নান জানান, অবৈধভাবে পাখি শিকারের অপরাধে ব্রজবাকসা গ্রামের রফিকুল ইসলাম দফাদারের ছেলে ইমরান হোসাইন (২৭) কে বন্য প্রাণি (সংরক্ষণ) আইন ২০১২ এর ৬(১)(খ)(৪) ধারা ও অনুচ্ছেদ নং-২৬ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জহুরুল ইসলাম। সময় একটি এয়ারগান ও এয়ারগানের ১২১টি গুলি জব্দ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]